Wellcome to National Portal

"Welcome to the web portal of Upazila Agriculture Office, Alfadanga, Faridpur"

Main Comtent Skiped

Title
আলফাডাঙ্গায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
Details

ফরিদপুরের আলফাডাঙ্গায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (১ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব বিতরণ কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে শুরু করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এম এম ওয়াহিদুজ্জামান, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রাহাত ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুদীপ বিশ্বাস ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাহিদ আলী মীর প্রমুখ।

আলফাডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা জানান, ‘আলফাডাঙ্গা উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌরসভার সর্বমোট ৪ হাজার ৭০০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে এসব উপকরণ পর্যায়ক্রমে বিতরণ করা হবে। শুরুর দিনে উপজেলার তিন হাজার কৃষককে এক কেজি করে সরিষার বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার দেওয়া হয়। পর্যায়ক্রমে গম, ভুট্টা, চিনাবাদাম, মসুর ও শীতকালীন পেঁয়াজ বীজসহ এসব রোপণের জন্য প্রয়োজনীয় সার দেওয়া হবে।’

Images
Attachments
Publish Date
01/11/2023
Archieve Date
30/11/2024