ফরিদপুরের আলফাডাঙ্গায় মৃত্তিকা নমুনা সংগ্রহ পদ্ধতি ও সুষম মাত্রায় সার ব্যবহারের উপর একদিনের কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা কৃষি অফিসের হলরুমে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৫০ জন কৃষক-কৃষাণী অংশ নেন।
উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহার সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন, ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ রফিকুল ইসলাম, এসআরডিআই’র ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. তানভীর হোসেন ও বৈজ্ঞানিক কর্মকর্তা সানজিদা ফেরদৌস প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ফসলের আশানুরূপ ফলন পেতে জমিতে পরিমাণমতো সার দিতে হবে। কম হলে পুষ্টির ঘাটতি দেখা দিবে। আবার বেশি হলেও ফসলের জন্য ক্ষতিকর হবে। তাই মাটি পরীক্ষার মাধ্যমে সার প্রয়োগ করা দরকার। এতে গাছের খাদ্য উপাদান বজায় থাকে। পাশাপাশি উৎপাদন খরচ হ্রাস পায়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS